ইসলামপুর

ইসলামপুর শহরে এবার জঞ্জাল সাফাই হবে হাইড্রোলিক টিপার দিয়ে

জঞ্জাল সাফাই করতে অভিনব উদ্যোগ ইসলামপুর পুরসভার। ব্যাটারি চালিত হাইড্রোলিক টিপার এসে পৌঁছল ইসলামপুর কর্তৃপক্ষের হাতে৷

পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন পড়ুয়াদের

Bengal Live ইসলামপুরঃ জঞ্জাল সাফ করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করছে ইসলামপুর পুরসভা। ব্যাটারি চালিত হাইড্রোলিক টিপারের সাহায্যে ওয়ার্ডে ওয়ার্ডে জঞ্জাল সাফ হবে। শুধু তাই নয়, দোকানে দোকানে এবং বাড়ি বাড়ি সরবরাহ করা হবে পৃথক দুটি বালতির মতো ডাস্টবিন। সেখানে একটিতে পচনশীল এবং অপরটিতে অপচনশীল আবর্জনা ফেলবেন এলাকার বাসিন্দারা ও ব্যবসায়ীরা।এভাবেই পৃথক পৃথক ভাবে পুরসভার সাফাই কর্মীরা প্রতিদিন সকালে তা সংগ্রহ করবে ওই গাড়িতে।

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই নিজের প্রচারে নামলেন উত্তরবঙ্গের দুই মন্ত্রী

মঙ্গলবার এই হাইড্রোলিক গাড়ি আসার পরেই তা জঞ্জাল সাফাইয়ের জন্য তুলে দেওয়া হয়েছে সাফাই কর্মীদের হাতে। এর আগে ভ্যানের মাধ্যমে এলাকার জঞ্জাল সাফাই করা হতো। তাতে অনেক সময় অতিবাহিত হতো। এই গাড়ির মাধ্যমে খুব কম সময়ের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে নোংরা আবর্জনা সাফাই করা যাবে বলে জানান ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানান, ইতিমধ্যেই ১২ হাজার বালতির ন্যায় ডাস্টবিন চলে এসেছে। এবং সাতটি হাইড্রোলিক টিপার এসেছে ।

Related News

Back to top button