বোমার আঘাতে জখম তৃণমূল কর্মী, উত্তেজনা চোপড়ায়

শনিবার বিকেলে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার কথা তৃণমূলের৷
Bengal Live চোপড়াঃ তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ার অভিযোগ উঠল বাম-কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনার জেরে তিনজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন বলে খবর৷ শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর বাজার এলাকায়। আহতদের মধ্যে রফিকুল ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷
রুল পেন্সিলের গ্রাফাইটে ক্ষুদ্রতম দুর্গার মূর্তি এঁকে চমকে দিলেন শিক্ষক
চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দীন বলেন, হাথরসের ঘটনা ও কৃষি বিলের বিরোধিতায় এদিন বিকেল ৩টা নাগাদ মিছিল করার কথা ছিল তৃণমূলের৷ সেই কর্মসূচি বাতিল করার উদ্দেশ্যে চক্রান্ত করে সিপিএম ও কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর বোমা ও গুলি ছুড়ে হামলা চালায়৷ দুষ্কৃতীদের পুলিশ দ্রুত গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
এদিকে অভিযোগ অস্বীকার করে বাম-কংগ্রেসের পালটা দাবি, মিছিল করার নামে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে বোমা-গুলি মজুত করেছিল তৃণমূল কংগ্রেস। তা ফেটেই আহত হয়েছেন তৃণমূল কর্মী। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।