স্ত্রী-পুত্র কে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি, তদন্তে পুলিশ

স্ত্রী ও শিশু পুত্রকে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি। উদ্ধার করা হয়েছে মৃতদেহ। তদন্তে নেমেছে পুলিশ।
Bengal Live কোচবিহারঃ পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মঘাতী এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের টিয়াদহ এলাকার গোর্খার পাড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহগুলি। ঘটনার তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, আত্মঘাতী ওই ব্যক্তির নাম মনোরঞ্জন সরকার(৫২), পেশায় শ্রমিক। তার স্ত্রী শান্তনা বর্মন সরকার(২২), শিশুপুত্র রনি সরকার(৫)। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মনোরঞ্জন বাবুর বাড়ির দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই স্থানীয় সাহেবগঞ্জ থানায় খবর দেন তারা। ঘটনাস্থলে এসে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। এরপর বন্ধ ঘর থেকেই উদ্ধার করা হয় মনোরঞ্জন বাবু সহ তার স্ত্রী ও পুত্রের মৃতদেহ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শনিবার রাতের পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও পুত্র কে খুন করে আত্মঘাতী হয়েছেন মনোরঞ্জন বাবু বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
Hi , I do believe this is an excellent blog. I stumbled upon it on Yahoo , i will come back once again. Money and freedom is the best way to change, may you be rich and help other people.
Of course, what a great site and informative posts, I will bookmark your blog.Best Regards!
I am not positive where you’re getting your information, however great topic. I needs to spend some time learning more or understanding more. Thank you for great information I used to be on the lookout for this information for my mission.
Thank you for another informative blog. The place else may just I am getting that kind of info written in such a perfect manner? I’ve a mission that I’m simply now operating on, and I’ve been at the look out for such info.
Yeah bookmaking this wasn’t a bad determination outstanding post! .