আরও পাঁচ করোনা আক্রান্তের হদিস উত্তর দিনাজপুরে

ভিনরাজ্য ফেরৎ আরও পাঁচ শ্রমিকের দেহে মিলল করোনা ভাইরাস৷ আক্রান্তদের মধ্যে পাঁচজনই ইটাহারের পাজল গ্রামের বাসিন্দা।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরে আরও পাঁচ করোনা আক্রান্তের হদিস। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৯। প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্ত প্রত্যেকের বাড়ি ইটাহার থানা এলাকায়। ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন তাঁরা। জেলায় ফেরার পর লালারস পরীক্ষা হওয়ার পর ওই পাঁচ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ এক নজরে উত্তর দিনাজপুরের সারাদিনের কিছু টুকরো খবর
স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ জন। এই মুহূর্তে ১৩০ জন করোনা আক্রান্ত রয়েছেন জেলায়। ইতিমধ্যেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রুন্যাট পরীক্ষা চালু হয়েছে। ১৭ মে থেকে ট্রু ন্যাট পরীক্ষা চালু হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত ৩৬৪ জনের পরীক্ষা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা গেছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর খুব শীঘ্রই RT-PCR পরীক্ষা চালু হবে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে নতুন পাঁচজনের লালারস সংগ্রহের পর ১৫ দিন অতিক্রান্ত হওয়ার কারণে ICMR- এর গাইড লাইন মেনে আক্রান্তদের কোভিড হাসপাতালে আনা হচ্ছে না বলে প্রশাসন সূত্রে জানা গেছে।