রায়গঞ্জ

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে রায়গঞ্জে পথ অবরোধ বিজেপির, বনধের হুঁশিয়ারি

তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে রায়গঞ্জে পথ অবরোধ উত্তর দিনাজপুর জেলা বিজেপির। দাবি না মানা হলে জেলাজুড়ে বনধ ডাকার হুঁশিয়ারি জেলা সভাপতির।

Bengal Live রায়গঞ্জঃ অবিলম্বে উত্তর দিনাজপুর জেলায় তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করা না হলে জেলাজুড়ে বনধ ডাকার হুঁশিয়ারি বিজেপির। শনিবার রায়গঞ্জে বিদ্যুৎ দপ্তরের মুখ্য কার্যালয়ের সামনে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয় উত্তর দিনাজপুর বিজেপি। জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে এদিন পথ অবরোধ করে বিজেপি। এদিকে করোনা আবহের মাঝে বিজেপির পথ অবরোধকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। সামাজিক দূরত্ব ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ শাসক দলের।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে করোনা আক্রান্তরা অধিকাংশই উপসর্গহীন, তাই আতঙ্ক নয়, বার্তা স্বাস্থ্য আধিকারিকের

উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন সাধারণ বাসিন্দারা। চরম আর্থিক অনটনের মাঝে বিদ্যুৎ বিল দেওয়া সম্ভব নয় নাগরিকদের। তাই তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে বিজেপি। দাবি মানা না হলে আগামী কয়েকদিনের মধ্যেই জেলাজুড়ে বনধের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে করোনা আবহের মাঝে সামাজিক দূরত্ব ভঙ্গ করে পথ অবরোধ করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস৷

রায়গঞ্জ পুরসভার উপ পুরপতি অরিন্দম সরকার বলেন, বিজেপির রাজ্য সভাপতির নির্দেশেই এই জেলার নেতারা কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে এই ধরণের কাজ করছে। মানুষ এইসবের যোগ্য জবাব দেবে। এদিকে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিশ্বজিৎ লাহিড়ীর পালটা দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী সব কিছু স্বাভাবিক করে দিয়ে নিজেই সামাজিক দূরত্ব মানছেন না। আমরা মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই আন্দোলন করছি।

আরও পড়ুনঃ রায়গঞ্জের টোটো চালকের করোনা রিপোর্ট পজিটিভ

Related News

Back to top button