রাজ্য

উত্তরবঙ্গে করোনা আক্রান্তরা অধিকাংশই উপসর্গহীন, তাই আতঙ্ক নয়, বার্তা স্বাস্থ্য আধিকারিকের

আগামী ১৫ জুনের মধ্যেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাইরাস রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি ( VRDL) চালু হচ্ছে। করোনা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানালেন কোভিড-১৯ অফিসার অন স্পেশাল ডিউটি (COVID-19 OSD) সুশান্ত রায়।

Bengal Live রায়গঞ্জঃ উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যাই বেশি উত্তরবঙ্গের সবকটি জেলায়। করোনা তার ক্ষমতা ধীরেধীরে হারাচ্ছে। তাই আতঙ্কের কোনও কারণ নেই। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে করোনা নিয়ে রিভিউ বৈঠক করতে এসে এমনই জানালেন কোভিড ১৯ অফিসার অন স্পেশাল ডিউটি (COVID-19 OSD) সুশান্ত রায়।

এদিন জেলাশাসক কার্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে করোনা সংক্রান্ত রিভিউ বৈঠকে যোগ দিতে রায়গঞ্জে আসেন স্বাস্থ্য আধিকারিক সুশান্ত রায়। বৈঠকে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার সুমিত কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান, ইটাহারের বিধায়ক তথা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অমল আচার্য, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস সহ ইসলামপুর, কালিয়াগঞ্জ ও ডালখোলা পুরসভার তিন প্রশাসক যোগ দেন। এছাড়াও বৈঠকে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ রায়গঞ্জের টোটো চালকের করোনা রিপোর্ট পজিটিভ

কোভিড ১৯ অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) সুশান্ত রায় বলেন, উত্তরবঙ্গে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যাই বেশি দেখা গিয়েছে। ১০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ৯৯৫ জন করোনা আক্রান্ত রোগী ছিলেন। তাঁদের মধ্যে তিন চারজন বাদে কারোরই কোনও উপসর্গ নেই। ফলে করোনা ধীরে ধীরে তার ক্ষমতা হারাচ্ছে। সুশান্ত রায় জানান, করোনা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। এদিকে আগামী ১৫ তারিখের মধ্যে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে RT-PCR মেশিনের সাহায্যে করোনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন সুশান্ত বাবু। এছাড়াও কোভিড হাসপাতালগুলিতে রোগীদের মানসিক চাপ কমাতে টেলিভিশন ও মনোরোগ বিশেষজ্ঞদের আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক।

আরও পড়ুনঃ নিউক্লিয়ার ফ্যামিলি ? জেনে নিন লকডাউনে আপনার শিশুর মন খারাপের দাওয়াই, ভাল থাকার উপায়

Related News

Back to top button