রায়গঞ্জ

মৃত বিধায়কের পকেটে সুইসাইড নোট, হেমতাবাদে তদন্তে আসছে সিআইডি

হেমতাবাদে মৃত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের জামার পকেটে পাওয়া গেল সুইসাইড নোট। কয়েকজনকে মৃত্যুর জন্য দায়ী করে সুইসাইড নোট। তদন্তে নামছে সিআইডি। জানালেন রায়গঞ্জ পুলিশ সুপার।

Bengal Live রায়গঞ্জঃ হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নামছে সিআইডি। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য সরকার সিআইডি-কে দিয়েছে। সিআইডি-র একটি বিশেষ দল খুব শীঘ্রই জেলায় এসে বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করবে।

আরও পড়ুনঃ হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যু, ট্যুইটে নিরপেক্ষ তদন্তের দাবি রাজ্যপালের

এদিকে মৃত বিধায়কের জামার পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে জানা গেছে, সুইসাইড নোটে বেশ কয়েকটি নাম পেয়েছে পুলিশ৷ যদিও তদন্তের স্বার্থে কার কার নাম রয়েছে সুইসাইড নোটে তা জানায়নি পুলিশ। তবে ওই সুইসাইড নোটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ বিধায়কের মৃত্যুতে মঙ্গলবার ১২ ঘন্টার উত্তর দিনাজপুর বনধের ডাক বিজেপির

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, আমাদের পুলিশ টিম প্রাথমিক তদন্তের পর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। মৃত্যুর জন্য দায়ি করে সেখানে বেশ কয়েকজনের নাম লেখা রয়েছে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তদন্ত চলছে। যাদের নাম মিলেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Related News

Back to top button