রাজস্থানের ১০টি উট উদ্ধার ইটাহারে!
বিক্রির উদ্দেশ্য নিয়ে চুরি করে উটগুলোকে আনা হয়েছিল বলে প্রাথমিক অনুমান।
Bengal Live ইটাহারঃ ইটাহারের হাটগাছি থেকে উদ্ধার হল ১০টি উট। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এবং শিলিগুড়ির অ্যানিমেলস হেল্প লাইন যৌথ অভিযান চালিয়ে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার হাটগাছি এলাকা থেকে উদ্ধার করে ১০টি উট।
সূত্রের খবর, ওই দশটি উটকে রাজস্থান থেকে চুরি করে অবৈধভাবে উত্তর দিনাজপুর জেলায় নিয়ে আসা হয়েছিল। সোমবার ইটাহারের হাটগাছি এলাকায় ওই উটগুলি বিক্রির জন্য রাখা হয়েছিল। খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর সদস্যরা হানা দিয়ে উটগুলি উদ্ধার করেন। ইটাহার থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন পিপল ফর অ্যানিমেলস এর সদস্যরা। যদিও উট পাচার বা অবৈধ বিক্রির অভিযোগে কেউ ধরা পড়েনি। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া উটগুলিকে রাজস্থানের বরোদিয়ায় পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।