দিল্লীতে কৃষক বিদ্রোহে আর্থিক সাহায্য পাঠাতে রায়গঞ্জে চাঁদা তুলছে সিপিএম

কৃষক আইন বাতিলের দাবিতে দিল্লিতে চলছে কৃষক বিদ্রোহ। প্রায় মাস খানেক থেকে রাস্তাতেই রয়েছেন আন্দোলনকারীরা৷
Bengal Live রায়গঞ্জঃ দিল্লির কৃষক আন্দোলনকে সাহায্যের জন্য রায়গঞ্জে গণ অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করল সিপিআইএম রায়গঞ্জ শহর এরিয়া কমিটি। শুক্রবার সকাল থেকে শহর জুড়ে এই গণ অর্থ সংগ্রহ অভিযান শুরু হয়। এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস ছাড়াও এই অভিযানে উপস্থিত ছিলেন, সিপিআইএম নেতা দিলীপ নারায়ণ ঘোষ, ভানু কিশোর সরকার, পরিতোষ দেবনাথ সহ অন্যান্যরা।
একুশের নির্বাচন হবে শিক্ষিত বেকারদের সমস্যাকে সামনে রেখে — সেলিম
দেবীনগর কালীবাড়ি থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এই গণ অর্থ সংগ্রহ অভিযান চালায় সিপিআইএম। শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সারা দেশের কৃষকরা দিল্লিতে দীর্ঘ ২০/২২ দিন ধরে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অর্থ সংগ্রহ কর্মসূচি গ্রহণ করেছে সিপিএম। শুক্রবার দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি শাখা এই গণ অর্থ সংগ্রহ কর্মসূচি নিয়েছে। সংগৃহিত অর্থ দিল্লিতে আন্দোলনরত কৃষকদের হাতে তুলে দেওয়া হবে।