রায়গঞ্জ

ছট উপলক্ষে রাধিকাপুর-কাটিহার স্পেশাল ট্রেন পরিষেবা

লকডাউনের সময় থেকে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। কলকাতা, দিল্লির সাথে যোগাযোগ রক্ষাকারী তিন ট্রেনের পাশাপাশি বন্ধ রায়গঞ্জ-কাটিহার লোকাল ট্রেনও।

মালদা থেকে কোচবিহার, উত্তরবঙ্গ জুড়ে ভাইফোঁটা উৎসবে মাতলেন বিজেপি নেতানেত্রীরা

Bengal Live রায়গঞ্জঃ মাস ছয়েকেরও বেশি সময় ধরে ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে দিনকয়েকের জন্য রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রেল। ছট পূজা উপলক্ষে রাধিকাপুর-কাটিহার স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হল মঙ্গলবার থেকে৷ সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে আগামী কয়েকদিন এই ট্রেন পরিষেবা চালু থাকবে বলে রেল সূত্রে খবর৷

লকডাউন ও করোনার জেরে দীর্ঘ কয়েকমাস থেকে বন্ধ রাধিকাপুর-কলকাতা ও রাধিকাপুর-দিল্লিগামী তিনটি এক্সপ্রেস ট্রেন পরিষেবা। পাশাপাশি বন্ধ রয়েছে রাধিকাপুর-এনজেপি ডেমু ও কাটিহার-রাধিকাপুর লোকাল ট্রেন পরিষেবা। কলকাতায় লোকাল ট্রেন ও মেট্রোরেল পরিষেবা চালু হলেও উত্তর দিনাজপুর জেলায় ফের কবে রেল পরিষেবা স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি।

সূর্যোদয় হোমে মূক-বধির ভাইদের কপালে ফোঁটা দিল দিদি-বোনরা

তবে ছট উপলক্ষে বিশেষ ট্রেন পরিষেবা চালু করল রেল। মঙ্গলবার থেকে এই পরিষেবা চালু হয়েছে। আপাতত দিনে দুটি ট্রেন রাধিকাপুর-কাটিহারের মধ্যে চলাচল করবে।রায়গঞ্জের স্টেশন মাস্টার রাজু কুমার বলেন, মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে স্টেশনে প্রবেশের ক্ষেত্রে। এছাড়াও সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে যাত্রীদের৷ ছট স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

ভাইফোঁটায় যম-যমুনার নাম কীভাবে যুক্ত হল জানেন ? জেনে নিন

Related News

Back to top button