রায়গঞ্জ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বাড়িতেই আন্দোলন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বাড়িতেই আন্দোলন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর। করোনার দুর্দিনে মুখ্যমন্ত্রীর অগণতান্ত্রিক, স্বৈরাচারী মুখোশ খুলে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন দেবশ্রী চৌধুরী।

Bengal Live রায়গঞ্জঃ রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে রায়গঞ্জে অবস্থান বিক্ষোভে বসলেন সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। নিজের বাড়িতেই এদিন অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি৷ রবিবার রাজ্যজুড়েই এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির নেতা সাংসদ ও বিধায়কেরা।

দেবশ্রী চৌধুরীর অভিযোগ, করোনা ভাইরাস নিয়ে আশ্চর্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। একদিকে করোনা নিয়ে রাজ্যের প্রকৃত পরিস্থিতির সাথে সরকারি তথ্যের অমিল ধরা পড়ছে। অন্যদিকে রেশন ব্যবস্থা নিয়ে চূড়ান্ত অব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, নেতা মন্ত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন, সেখানে বিজেপির বিধায়ক সাংসদদের ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। মানুষের সেবা করা নিয়ে নিকৃষ্ট রাজনীতি করা হচ্ছে। শুধু আমার সাথে নয়, রাজ্যজুড়ে বিজেপির সকল সাংসদদের সাথে এমন ব্যবহার করা হচ্ছে। করোনার দুর্দিনে মুখ্যমন্ত্রীর অগণতান্ত্রিক, স্বৈরাচারী মুখোশ খুলে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন দেবশ্রী চৌধুরী।

Related News

Back to top button