রাজ্য

১৫ অগাস্ট ১০ পুলিশ আধিকারিককে সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী, কারা রয়েছেন তালিকায়?

অসাধারণ পরিষেবা ও কর্মদক্ষতার জন্য ১০জন পুলিশ আধিকারিকে সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী। ১৫ অগাস্টে ওই দশ পুলিশ আধিকারিকের হাতে মেডেল তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

 

Bengal Live ডেস্কঃ কর্মক্ষেত্রে দুর্দান্ত পরিষেবা ও দক্ষতার নিরিখে চলতি বছর ১০ পুলিশ আধকারিককে সম্মান জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ অগাস্ট কর্মক্ষেত্রে অসামান্য দক্ষতা ও কমান্ডেবল মেডেল পাবেন ১০ পুলিশ আধিকারিক।

কনস্টেবল কোচিং সেন্টার শুরু উত্তর দিনাজপুরে, মাদ্রাসায় শূন্যপদে নিয়োগ দ্রুত – গোলাম রব্বানী

জানা গেছে, তালিকায় রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সোমেন মিত্র, এডিজি কারেকশনাল সার্ভিস পীযূষ পান্ডে, উত্তরবঙ্গের আইজি ডিপি সিং, সিআইডি আইজি আনন্দ কুমার, জয়েন্ট সিপি (ও) ওয়াকার রাজা, কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমার, সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে, পশ্চিম মেদিনীপুরের এসপি দীনেশ কুমার ও এসটিএফ ডিসি অপরাজিতা রায়।

Related News

4 Comments

  1. Hi there just wanted to give you a quick heads up and let you know a few of the pictures aren’t loading properly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different internet browsers and both show the same outcome.

  2. You are my intake, I possess few web logs and sometimes run out from post :). “No opera plot can be sensible, for people do not sing when they are feeling sensible.” by W. H. Auden.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button