এখনই খুলছে না রাজ্যের স্কুল,কলেজ, কবে খুলতে পারে? জানালেন মুখ্যমন্ত্রী

করোনার প্রকোপ বাড়ার পর থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় দেড় বছর হয়ে গেলেও এখনই খুলছে না রাজ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান।
Bengal Live ডেস্কঃ প্রায় দেড় বছর থেকে বন্ধ রয়েছে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান৷ অন্যান্য একাধিক বিষয়ে ছাড় দেওয়া হলেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার পথে হাঁটেনি রাজ্য সরকার। এই অবস্থায় দাঁড়িয়ে প্রায় সকলেরই প্রশ্ন কবে থেকে খুলতে পারে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়? ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খোলার দাবি জানিয়েছে। তবে আপাতত খুলছে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান৷ বৃহস্পতিবার নবান্নের বৈঠক শেষে সাফ জানালেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার তৃতীয় ঢেউ সামাল দেওয়া নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা৷ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনা করে পূজার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি একদিন অন্তর স্কুল খোলার চেষ্টা করা হবে বলেও এদিন জানান তিনি৷ কঠোর ভাবে যেন কোভিড বিধিনিষেধ পালন করা হয় সেই বিষয়টিও মাথায় রাখা হবে। এবং পড়ুয়াদের সুরক্ষার দিক বিবেচনা করেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
Your article helped me a lot, is there any more related content? Thanks!