বিধিনিষেধ বাড়ল রাজ্যে, নাইট কার্ফুর সময়সীমা পরিবর্তন
আরও ১৫ দিন বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য৷ বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
Bengal Live ডেস্কঃ বিধিনিষেধের মেয়াদ বাড়লেও নাইট কার্ফুর ক্ষেত্রে সময়সীমা পরিবর্তন করল রাজ্য। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাত ন’টা থেকে সকাল ৫টা পর্যন্ত যেই বিধিনিষেধ লাগু থাকতো তা কমিয়ে এখন থেকে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত করা হয়েছে।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখনই লোকাল ট্রেন চালানো হচ্ছে না। সংক্রমণ কমলেও করোনার তৃতীয় ঢেউ-এর কথা মাথায় রেখে লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। কেন লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে না, রাজ্য সরকার এদিন সেই বিষয়টি সম্পর্কেও পরিষ্কার করে দেন তিনি। এদিকে সিনেমা হল, সুইমিং পুল সহ অন্যান্য ক্ষেত্রে যেই সব নিষেধাজ্ঞা জারি ছিল তা একই থাকছে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত। এদিকে গ্রামীণ এলাকায় করোনা ভ্যাকসিন বাড়ানোর চেষ্টা করছে রাজ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷