রায়গঞ্জ

কোভিড আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ রায়গঞ্জের সাংসদের

এবার সাংসদের উদ্যোগে শুরু হলো রান্না করা খাবার বিতরণ। বৃহস্পতিবার থেকে রায়গঞ্জে এই কর্মসূচি চালু করা হয়েছে।

 

Bengal Live  রায়গঞ্জঃ  কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর উদ্যোগে বৃহস্পতিবার থেকে রায়গঞ্জে শুরু হল কোভিড আক্রান্ত ও দুস্থ মানুষদের বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ প্রক্রিয়া। দেরীতে হলেও বিজেপি সাংসদের এই উদ্যোগে খুশী কোভিড আক্রান্ত পরিবারের সদস্যরা। যতদিন লকডাউন চলবে ততদিন পর্যন্ত এই রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। “মমতার স্পর্শ” কর্মসূচি গ্রহণ করা হয়েছে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে । করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন রায়গঞ্জের বিধায়কও। এছাড়াও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার লাগাতার বিনামূল্যে রুটি সবজি বিতরণ করছেন কৃষ্ণ কল্যানী। তবে দেরীতে হলেও এবার কোভিড আক্রান্ত পরিবারগুলির বাড়িতে বাড়িতে রান্না করা খাবার বিনামূল্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। বিজেপির কার্যকর্তারা সাংসদের কার্যালয়ে রান্না করা খাবার প্যাকেজিং করে রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন এলাকার কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। ভাত, ডাল, সবজি, ভাজা ও ডিম সেদ্ধ থাকছে দুপুরের সেই খাবারের মেনুতে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, যতদিন লকডাউন চলবে ততদিন এই কর্মসূচি চালু থাকবে।

Related News

Back to top button