করোনা সহায়তায় হেল্প লাইন চালু রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগী ও তাঁদের পরিবারের হয়রানি কমাতে হেল্প ডেস্ক চালু করল তৃণমূল কংগ্রেস অস্থায়ী স্বাস্থ্য কর্মী সংগঠন।
Bengal Live রায়গঞ্জঃ কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তে দিশাহীন সাধারণ মানুষ। হাসপাতাল বা সেফ হোমে ভর্তি কিম্বা চিকিৎসা সংক্রান্ত নানান বিষয়ে হয়রানির মুখে পড়তে হচ্ছে অসহায় মানুষদের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। তাঁদের উদ্যোগে হাসপাতাল চত্বরেই খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে কোভিড আক্রান্তদের ভর্তি থেকে শুরু করে সবধরনের চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে।
করোনায় যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের যে কোনও মুহূর্তে চটজলদি চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অজানা নম্বর থেকে ফোন এলে অনেক সময়ই চিকিৎসকরা ফোন রিসিভ করেন না। সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি ভাবে রায়গঞ্জে যত চিকিৎসক রয়েছেন তাঁদের সাথে চিকিৎসা সংক্রান্ত আলোচনার প্রয়োজন হলে অস্থায়ী কন্ট্রোল রুমের নম্বরে ফোন করলেই রোগের ধরণ অনুযায়ী বা রোগী ও তাঁদের পরিবারের পছন্দ অনুযায়ী চিকিৎসকদের সাথে যোগাযোগ স্থাপন করে দেওয়াটাই প্রধান উদ্দ্যেশ্য বলে জানিয়েছেন এই হেল্প ডেস্কের সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীরা।
এর পাশাপাশি হাসপাতাল বা সেফ হোমে ভর্তি ও রোগীর প্রতিদিনকার শারীরিক অবস্থা সম্পর্কেও অবহিত করা হচ্ছে বাড়ির লোকেদের।হাসপাতালের তৃণমূলের অস্থায়ী স্বাস্থ্যকর্মী সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিক জানিয়েছেন, এতে মানুষ যে একা নন, আমরা স্বাস্থ্যকর্মীরা তাঁদের পাশে সব সময় আছি -সেই বার্তা দিতেই এই উদ্যোগ। সরকারিভাবেও কোভিডের কন্ট্রোল রুম রয়েছে, তবুও অনেক মানুষের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, কেউ যেন বিভ্রান্ত না হন এমনকি চিকিৎসকদের কাছেও যাতে ভরসা যোগ্যভাবে যোগাযোগ করা যায়, সেই কারনেই এই চিন্তা করে আমরা কয়েকজন মিলে পালা করে এভাবে কন্ট্রোল রুম চালিয়ে যাচ্ছি। এদিকে এই উদ্যোগকে যথেষ্টই সহায়ক বলে জানিয়েছেন রোগি ও তাঁদের আত্মীয়রা। অস্থায়ী কর্মীদের এই উদ্যোগে খুশী চিকিৎসকেরাও।