রায়গঞ্জ
উত্তর দিনাজপুরে ১০ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার

আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও৷ দৈনিক সুস্থতার নিরিখে উত্তরবঙ্গে দ্বিতীয় স্থানে উত্তর দিনাজপুর। প্রথমে মালদা।
Bengal Live ডেস্কঃ উত্তর দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫৫ জন। তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে পাল্লা দিয়ে। গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৩৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের জারি করা করোনা বুলেটিন থেকে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০৫৯৬ জন। সুস্থ হয়েছেন ৮৬৫৮জন। কোভিডে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৬ জনের৷ দৈনিক সুস্থতার হারে উত্তরবঙ্গে মালদার পরেই রয়েছে উত্তর দিনাজপুর। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিঙ।