পাহাড়ের তিন আসনে লড়বে গোর্খা জনমুক্তি মোর্চা,নাম ঘোষণা বিমল গুরুং-এর

পাহাড়ের তিন বিধানসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল গোর্খা জনমুক্তি মোর্চা।প্রার্থীদের নাম ঘোষণা করলেন বিমল গুরুং।
Bengal Live দার্জিলিঙঃ উত্তরের পাহাড়ের তিন বিধানসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার দার্জিলিঙের শিংমাড়িতে জনসভা করে তিন আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন স্বয়ং বিমল গুরুং। দার্জিলিঙ, কার্শিয়ং ও কালিম্পং বিধানসভা আসনে এদিন তিন প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।
কালিয়াগঞ্জে সাফ ‘সপা’, দাবি তৃণমূল কংগ্রেসের
প্রায় সাড়ে তিন বছর অজ্ঞাতবাসে থাকার পর ফের পাহাড়ের মাটিতে পা রেখেছেন বিমল গুরুং। বিজেপির সঙ্গ ছেড়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে নতুন করে রাজনৈতিক ময়দানে নেমেছেন মোর্চা সুপ্রিমো। আর বিজেপিকে সমর্থন নয়, পাহাড় এবার সমর্থন জানাবে তৃণমূল কংগ্রেসকে, এমনটাই জানিয়েছিলেন বিমল গুরুং। সেই মোতাবেক, বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস।
ইটাহার, করণদিঘি সহ বাকি ১৩ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির
মঙ্গলবার বিমল গুরুং জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জানান, দার্জিলিঙ কেন্দ্রে মোর্চার প্রার্থী হচ্ছেন পি.টি ওলা, কার্শিয়ং কেন্দ্রে প্রার্থী নির্বাচিত করা হয়েছে নোর্বু লামাকে। এবং কালিম্পং বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা ও বিজেপি প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ডঃ রাম ভুজেল। এদিন আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানানোর কথা ঘোষণা করেন বিমল গুরুং। পাশাপাশি বিজেপিকে হারানোর ডাক দেন তিনি।