বন্ধ আন্ডারপাস, জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপারে ক্ষুব্ধ শহরবাসী

আন্ডারপাস চালু না হওয়ায় মালগাড়ির নীচ দিয়েই চলছে রেললাইন পারাপার। শহরবাসীর এই চরম দুরবস্থাতেও উদাসীন রেল দপ্তর।
Bengal Live মালদাঃ কেউ মালগাড়ির নিচ দিয়ে কেউ বা দুই বগির মাঝখান দিয়ে পার করছে রেললাইন। রেল দপ্তরের তরফে দীর্ঘদিন ধরে কাজ চললেও চালু হয়নি আন্ডারপাস। ফলে জীবন হাতে নিয়ে এভাবেই রেললাইন পারাপার করছেন মালদাবাসী।
স্থানীয়রা জানিয়েছেন, তাদের দীর্ঘদিনের দাবির পর রেল দপ্তর এই আন্ডারপাসের কাজ শুরু করে। তবে দীর্ঘদিন হয়ে গেলেও শেষ হয়নি সেই কাজ।বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ আপলাইনে দীর্ঘক্ষণ একটি মালগাড়ি দাঁড়িয়ে থাকায় চরম সমস্যায় পড়েন শহরের সাধারণ নাগরিকরা। ফলে মালগাড়ির তলা দিয়েই পার হতে দেখা যায় বহু মানুষকে। আবার দুটি বগির মাঝখান দিয়ে রেললাইন পার করছেন শিশু ও মহিলারা। তবে শহরবাসীর এহেন দুরবস্থাতেও একপ্রকার উদাসীন রেল কর্তৃপক্ষ।
স্থানীয়দের দাবি, কদিন পরেই দুর্গাপূজা। আর তাতে শহরজুড়ে ভিড় জমাবে হাজার হাজার মানুষ। এই সময় আন্ডারপাস চালু হলে রেললাইন পারাপারের ঝুঁকি কমতো অনেকটাই।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/sk/register-person?ref=S5H7X3LP