রাজ্য

কালিয়াগঞ্জের গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি চায় বিজেপি, থানার সামনে অবস্থান বিক্ষোভ

কালিয়াগঞ্জ গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি চায় বিজেপি। অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শনিবার কালিয়াগঞ্জ থানার সামনে অবস্থান ও বিক্ষোভ আন্দোলন বিজেপির।

Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জের তরুণী ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলনে নামলো বিজেপি। শনিবার এই দাবিতে কালিয়াগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ করা হয় বিজেপির পক্ষ থেকে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ও মহিলা মোর্চার নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে এক তরুণী বধূকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। ওই তরুণী কালিয়াগঞ্জের ধনকৈল এলাকায় একটি হোটেলে রান্নার জোগাড়ির কাজ করেন। ওই রাতে তাঁকে প্রথমে দুই যুবক বাইকে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করার পর অপর এক যুবক সেখানে হাজির হয়ে ফের তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ। এই ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। এক অভিযুক্ত পলাতক।

গণধর্ষণের এই ঘটনার পর ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলা জুড়ে। শুক্রবার কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক তপন দেব সিংহ ও উপ-পুরপ্রধান বসন্ত রায় সহ বিভিন্ন দলের নেতৃত্ব। সরকারের তরফে নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।
এদিকে বিজেপির তরফে ঘটনার প্রতিবাদ জানিয়ে শুরু হয়েছে আন্দোলন। শনিবার কালিয়াগঞ্জ থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ দেখায়।

বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “এর আগে বাংলায় এত ধর্ষণের ঘটনা কখনও ঘটেনি। নারী জাতিকে মাতৃ রূপে দেখাই বাংলার সংস্কৃতি। কিন্তু তৃণমূল শাসিত মা-মাটি-মানুষের সরকার আসার পর থেকেই বাংলায় নারী ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। কালিয়াগঞ্জে একটি গরিব মেয়েকে গণধর্ষণের শিকার হতে হল এখানে তৃণমূল বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই। আমরা চাই ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির সাজার ব্যবস্থা করা হোক।”

Related News

Back to top button