কংগ্রেস প্রার্থী হিসেবে নয়, বেঁচে থাকার অধিকার হিসেবে দেখুন ধীতশ্রীকে – বামপন্থীদের বার্তা সুজনের

কংগ্রেস তথা জোট প্রার্থী ধীতশ্রী রায়কে বামপন্থীদের নির্দ্বিধায় ভোট দেওয়ার আহ্বান জানালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কালিয়াগঞ্জের সভায় এই বার্তা দেন সুজন।
Bengal Live কালিয়াগঞ্জঃ ধীতশ্রী রায় এখানে মানুষের বেঁচে থাকার কারণ, প্রতিবাদের মুখ। তৃণমূল ও বিজেপিকে হারাতে জোট প্রার্থীকে ভোট দিতে যেন বামপন্থীদের কোনও দ্বিধা না থাকে। বুধবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে কংগ্রেস ও সিপিএমের যৌথ সমাবেশ থেকে বামপন্থীদের এই বার্তা দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
এদিন কালিয়াগঞ্জে জোট প্রার্থীর সমর্থনে যৌথ সমাবেশের আয়োজন করে কংগ্রেস ও সিপিএম। সভায় উপস্থিত ছিলেন একঝাঁক কংগ্রেস ও সিপিএম নেতা। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি সহ জেলা ও রাজ্যের একাধিক কংগ্রেস ও সিপিএম নেতাকে এদিন দেখা যায় মঞ্চে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, বাংলায় মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে দেয়নি তৃণমূল। একই কাজ ত্রিপুরায় করেছে বিজেপি। তৃণমূল ও বিজেপি আসলে একই টাকার দুই পিঠ। দখল করা ছাড়া এরা কোনও কাজ করেনি। এরা মানুষের সমর্থন পাবে, তা হতে পারে না। দুই দলের কাছেই লুঠের টাকা রয়েছে বলেও এদিন মন্তব্য করেন সুজন চক্রবর্তী। এদিন বামপন্থীদের বার্তা দিতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, ধীতশ্রী রায়কে কংগ্রেস প্রার্থী হিসেবে দেখবেন না। ধীতশ্রী রায় এখানে মানুষের বেঁচে থাকার কারণ, প্রতিবাদের মুখ। তৃণমূল বিজেপিকে হারাতে জোট প্রার্থীকে ভোট দিতে যেন বামপন্থীদের কোনও কিন্তু বা ভিন্নতা না থাকে।