ঋদ্ধি, রিচার শহরে নেই পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম

এই শহরেরই দুই ক্রিকেটার এখন ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের স্থায়ী খেলোয়ার। ব্যাট হাতে ছক্কা হাকাচ্ছেন রিচা। উইকেটের পেছনে দাঁড়িয়ে অসম্ভব ক্যাচ ধরছেন ঋদ্ধিমান সাহা।
Bengal Live শিলিগুড়িঃ পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামের দাবিতে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে নামল শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বুধবার গান্ধীমূর্তি পাদদেশে এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যদের পাশাপাশি এদিনের আন্দোলনে সামিল হন শহরের প্রাক্তন খেলোয়াররাও।
একসময় টেবিল টেনিস খেলার জন্য বিখ্যাত ছিল শিলিগুড়ি৷ কিন্তু ধীরে ধীরে ক্রিকেটার তৈরির কারখানা হিসেবে নাম তৈরি করতে শুরু করেছে শিলিগুড়ি। রঞ্জি দলের পাশাপাশি ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলে স্থান করে নিয়েছেন শহরের দুই কৃতি খেলোয়ার ঋদ্ধিমান সাহা ও রিচা ঘোষ। দেশের মাটির পাশাপাশি এখন বিদেশের মাটিতেও প্রতিপক্ষকে তাঁর দুর্ধর্ষ ক্যাচ ধরার ক্ষমতাকে কাজে লাগিয়ে চাপে ফেলছেন ঋদ্ধিমান। মহিলা জাতীয় দলেও এখন নিয়মিত খেলা শুরু করেছেন রিচা ঘোষ। এমন পরিস্থিতিতে শহরে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার দাবিতে সুর চড়ালো ক্রিকেট লাভার্স এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
এই বিষয়ে কিছুদিন আগেই পর্যটন মন্ত্রী গৌতম দেবকে স্মারকলিপি জমা দিয়েছে সংগঠন। এদিন সংগঠনের সভাপতি মনোজ ভার্মা বলেন, শহরে ব্যাট-বলের লড়াই আরও জনপ্রিয় করে তুলতে প্রয়োজন পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ। শিলিগুড়ির উন্নয়নে অনেক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার দাবিও জানাচ্ছি।
প্রসঙ্গত, পুরমন্ত্রী থাকার সময় শিলিগুড়ির উত্তরায়নে ক্রিকেট স্টেডিয়ামের জন্য জমির বন্দোবস্ত করে দিয়েছিলেন অশোক ভট্টাচার্য। কিন্তু সেই জমিতে স্টেডিয়াম আজও তৈরি হয়নি।