বিধ্বংসী আগুনে পুড়ে গেল ১২ টি গোডাউন

প্রাণে বাঁচলেন ৩ ব্যবসায়ী। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। দমকল নিয়ে ক্ষোভ বাসিন্দাদের।
Bengal Live জলপাইগুড়িঃ সোমবার সকাল ১১ টা নাগাদ গয়েরকাটায় এক বিধ্বংসী আগুনে পুড়ে গেল ১২ টি গোডাউন। ঘটনাটি ঘটে ধূপগুড়ি ব্লকের গয়েরকাটা বাজারের হাটখোলা এলাকায়। গোডাউনে আলু সহ বিভিন্ন ধরনের সব্জি মজুত থাকায় প্রচুর ক্ষতির মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের। সাধারণ মানুষ ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান পরে থাকা আবর্জনায় লাগানো আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় দমকল বিভাগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষরা। তাদের অভিযোগ গয়েরকাটায় ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে দমকল কেন্দ্র তৈরি করার ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রায় ২ বছর অতিক্রান্ত হলেও কেন গয়েরকাটায় প্রস্তাবিত দমকল কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তোলেন সাধারণ মানুষ।
পাশাপাশি ধূপগুড়ি দমকল কেন্দ্রের বিরুদ্ধে খবর দেওয়ার প্রায় ৪৫ মিনিট পরে আসার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। দমকল কেন্দ্র অবিলম্বে স্থাপনের দাবিতে দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেন এলাকার সাধারণ মানুষ ও গয়েরকাটা নাগরিক উন্নয়ন মঞ্চের সদস্যরা।
দমকল আধিকারিক বিপ্লব ঠাকুর বলেন, “আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুটি ইঞ্জিন প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী করে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”