রাজ্য

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে NBSTC -এর বাস। আহত প্রায় ৩০ জন যাত্রী।

 

Bengal Live জলপাইগুড়িঃ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ির আড়াইটাকি এলাকায়। দুর্ঘটনায় কারোর মৃত্যু না হলেও আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী।

 

জানা গেছে, জলপাইগুড়ি থেকে হলদিবাড়ির দিকে এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি যাচ্ছিল। সেই সময় রাখালদেবীর কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি নয়ানজুলীতে পড়ে যায় বাসটি। ভীড়ে ঠাসা বাসের বেশিরভাগ যাত্রীই নয়ানজুলিতে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। যাত্রীদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়৷

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী। বাসটি উদ্ধার করার কাজ শুরু করেন তাঁরা। এদিকে ওভারলোডিং এবং দ্রুত গতিতে থাকার কারণেই দুর্ঘটনার কবলে পড়েছে বাসটি বলে অভিযোগ করেন যাত্রীরা৷

Related News

Back to top button