স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ বালুরঘাটে

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে মৃত্যু হলো স্বর্ণ ব্যবসায়ীর৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলায়।
Bengal Live বালুরঘাটঃ স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতেই গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ব্যবসায়ীকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। তবেই পথেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম প্রদীপ কর্মকার। তাঁর স্ত্রীয়ের অভিযোগ, তিওরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটর বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী পিছু নেয়। ছিনতাই করার চেষ্টা করে দুষ্কৃতীরা। এরপরেই আচমকা গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এদিকে ব্যবসায়ী খুনের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে তিওরে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এলাকায় পুলিশি নিরাপত্তার দাবি করেছেন।