রাজ্য

আন্তঃরাজ্য মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারকারী গ্রেপ্তার

বিধানসভা নির্বাচনের আগে বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের৷ গ্রেপ্তার আন্তঃরাজ্য মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারকারী।

 

Bengal Live মালদাঃ নির্বাচনের আগে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৪ । ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি বিহারের মুঙ্গের এলাকায়।এক জনের বাড়ি মালদার কালিয়াচকে। আন্তঃরাজ্য দুষ্কৃতী দল নির্বাচনের আগে এরা বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ করে থাকে বলে জানিয়েছেন, ডিএসপি হেড কোয়ার্টার প্রশান্ত দেবনাথ।

তিনি বলেন, নির্বাচনের আগে পুলিশের বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানা এলাকায় নাকা চেকিং করে। সোমবার সকালে বিহারের তিনজন বাসিন্দার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপর ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার এবং নগদ প্রায় ২৫ হাজার টাকা। সেখান থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, আন্তঃরাজ্য এই দলটি ব্রাউন সুগার এবং আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে যুক্ত। নির্বাচনের আগে পুলিশের তিনটি দল অভিযান চালিয়ে ব্রাউন সুগার এবং আগ্নেয়াস্ত্রসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতদের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related News

Back to top button