রাজ্য

বৃষ্টিতে জলমগ্ন মালদা, ক্ষতি ২৫০ কোটি – দাবি ব্যবসায়ীদের

টানা বৃষ্টিতে কার্যত বানভাসি অবস্থা মালদা শহরের বিস্তীর্ণ এলাকার। জলমগ্ন শহরের পৌর মার্কেট সহ বিভিন্ন বাজার । ক্ষতির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের। এলাকার ব্যবসায়ীদের ক্ষতির অনুদান চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্যদের।

 

Bengal Live মালদাঃ একটানা বৃষ্টিতে জলমগ্ন মালদা শহর। ঘুর্ণিঝর ইয়াসের জেরে নিম্নচাপে ক্ষতিগ্রস্ত জেলা ও সদর শহরের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার বিকেল থেকে ভারী বৃষ্টিতে কার্যত জলের তলায় শহরের বিভিন্ন এলাকার বাজার সহ নেতাজী পৌর বাজার। শহরের বাজার এলাকা গুলি ডুবে যাওয়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রায় ২৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, ‘গতকাল সারাদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে মালদা পৌর বাজার। এই এলাকার প্রত্যেকটি দোকানে কম বেশী আর্থিক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ক্ষতি হয়েছে চিত্তরঞ্জন মার্কেটেও। কাল মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে আমরা জেলা শাসক ও মহকুমা শাসককে চিঠি দিয়েছিলাম এলাকার জল বার করার ব্যবস্থা করে দেওয়ার জন্য। জেলা শাসক মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে একটি পাম্পের ব্যবস্থা করে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ তিনি যদি আগামিতে এই ব্যবসায়ীদের জন্য রিলিফের বা লোনের ব্যবস্থা করেন তাতে ব্যবসায়ীরা মাথা উঁচু করে বাঁচতে পারবে।’

অন্যদিকে শুক্রবার সকালে বৃষ্টিতে মালদা শহরের জমে থাকা জল বার করার কাজে নামলেন জেলা শাসক রাজর্ষি মিত্র এবং ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক শেখর চৌধুরী। এদিন মালদা শহরের রবীন্দ্র ভবন এলাকায় এই নালা দিয়ে শহরের এক অংশের জল বের করার জন্য এলাকার নালার মুখ পরিষ্কার করার কাজ শুরু হয়। জেসিবি মেশিন দিয়ে পরিস্কার করা হয় সংশ্লিষ্ট এলাকার নালা। এদিন এই কর্মসূচির তদারকি করেন মালদা জেলাশাসক রাজর্ষি মিত্র এবং ইংরেজবাজার পৌরসভার প্রশাসক তথা সদর মহকুমা শাসক শেখর চৌধুরী।

Related News

Back to top button