দেবের রোড শো’য়ে জনজোয়ার কালিয়াগঞ্জে

শেষ বেলার প্রচারে কালিয়াগঞ্জে এলেন দীপক অধিকারী। রোড শো, পথ সভায় অংশ নিয়ে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান দেব।
Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শেষ দিনের প্রচারে এলেন অভিনেতা তথা সাংসদ দেব। ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেবের রোড শো’কে কেন্দ্র করে জনজোয়ারের সৃষ্টি হয় কালিয়াগঞ্জে।
কালিয়াগঞ্জবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়ের সার্বিক উন্নয়নের জন্য কালিয়াগঞ্জবাসীকে ঘাসফুল প্রতীকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন দেব।
আগামী সোমবার কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। শনিবার ছিল প্রচারের শেষদিন। এই শেষ দিনের প্রচারে এসে কালিয়াগঞ্জ শহরে ঝড় তুললেন অভিনেতা তথা সাংসদ দেব। এদিন কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় থেকে রোড শো শুরু হয়৷ কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে শিমুলতলা মাঠে গিয়ে শেষ হয় মিছিল।
দীপক অধিকারীর সাথে এদিন মিছিলে অংশ নেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, প্রার্থী তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক পাল সহ অন্যান্যরা। রোড শো-এর শেষে ঘাটালের তৃণমূল সাংসদ শিমুলতলা মাঠে একটি পথ সভায় বক্তব্য রাখেন। রাজ্যের সার্বিক উন্নয়নের সাথে কালিয়াগঞ্জবাসীকে শরিক হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি।