পুলিশ কর্মীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
বৃহস্পতিবার সকালেই ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।
Bengal Live কোচবিহারঃ এক পুলিশ কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের শীতলকুচিতে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শীতলকুচি থানা এলাকায়। জানা গেছে, থানা চত্বরের একটি গাছে এদিন ওই পুলিশ কর্মীর মৃতদেহ ঝুলতে দেখা যায়৷ পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ কর্মীর নাম নৃপেন বর্মন (৫০)। বাড়ি শীতলকুচি ব্লকের এলাকার সাঙ্গারবাড়ি এলাকায় ।
স্বাধীনতা দিবসে ‘ক্যাফে আড্ডা’ দিচ্ছে ১০০ শতাংশ ছাড়, কিন্তু এই ছাড় পাবেন কারা?
নৃপেন বর্মণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। পরিবারিক কোনো অশান্তি ছিল না বলে জানিয়েছে পরিবার । তবে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন পুলিশ কর্মী? এই প্রশ্নই এখন সকলের মধ্যে৷ মৃত্যুর কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার৷ শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ।