রাজ্য

মালদায় জলের তোড়ে ভাঙল ৭০ মিটার বাঁধের অংশ

ক্রমশ পরিস্থিতি জটিল হয়ে উঠছে মালদায়। বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা।

 

Bengal Live মালদাঃ গভীর রাতে ভাঙল বাঁধ। গঙ্গার জলের তোড়ে ভূতনির কেশবপুরে বাঁধের প্রায় ৭০ মিটার অংশ তলিয়ে গেল গঙ্গায়৷ ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে গঙ্গার জলে ভেসে যায় বাঁধার প্রায় ৭০ মিটার অংশ। যার কারণে জল ঢুকে গিয়েছে ভূতনির বেশ কিছু অংশে। যদিও আরও একটি রিং বাঁধ থাকায় গ্রামে এখনও জল ঢোকেনি।

রায়গঞ্জে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, আহত একাধিক

এদিকে বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা। জল বাড়ছে মহানন্দা ও ফুলহার নদীরও৷ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বেশ কিছু এলাকায়৷ ইতিমধ্যেই রতুয়া ১ নম্বর ব্লক ও মানিকচক ব্লকের ২৭টি গ্রামে জল ঢুকেছে বলে জানা গেছে। জলবন্দি রয়েছেন ওই গ্রামের কয়েকহাজার মানুষ৷ এদিকে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় ব্লক উন্নয়ন আধিকারিক, ব্লকের সেচ দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

Related News

Back to top button