বিজেপির উত্তরকন্যা অভিযানে বাধার মুখে দিলীপ ঘোষ, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। ব্যাপক পুলিশি তৎপরতা শহরজুড়ে৷ বিজেপি নেতৃত্বকে জায়গায় জায়গায় বাধা দেওয়ার অভিযোগ।
Bengal Live শিলিগুড়িঃ বিজেপির উত্তরকন্যা অভিযানে যোগ দিতে গিয়ে পুলিশের বাধার মুখে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শিলিগুড়ি যাওয়ার পথে ফাসিদেওয়ার আগেই আটকে দেওয়া হলো উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর গাড়ি। পুলিশের বাধা পেয়ে জাতীয় সড়কের উপরেই অন্যান্য কর্মী সমর্থকদের নিয়ে বসে পড়েন বিশ্বজিৎ লাহিড়ী। এদিকে বিজেপি সাংসদ জন বার্লাকেও আটকানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার শিলিগুড়িতে উত্তরকণ্যা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। শহরের বিভিন্ন দিক থেকে একাধিক মিছিল পৌঁছানোর কথা উত্তরকন্যায়৷ উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের একাধিক নেতৃত্বের এই অভিযানে যোগ দেওয়ার কথা। এদিকে বিজেপির এই অভিযান ঠেকাতে সকাল থেকেই তৎপর পুলিশ৷ বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছে৷ ১৪৪ ধারা জারি করা হয়েছে উত্তরকন্যা চত্বরে।
এদিন সকালে স্টেশন থেকে গেস্ট হাউজ যাওয়ার পথে আটকে দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও। তাঁর অভিযোগ, যেউ ব্যক্তিকে দেশদ্রোহী বলা হচ্ছে তাঁকে পুলিশ নিরাপত্তা দিয়ে সভা করতে দিচ্ছে। আর আজ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, আমাদের আটকে দেওয়া হচ্ছে। কী ধরণের গণতান্ত্রিক পরিস্থিতি এই রাজ্যে আছে। স্বৈরাচারী মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গে এই সরকার কতদিন টিকে থাকতে পারবে জানিনা।