পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন পড়ুয়াদের

পরীক্ষার আগেই ফাঁস প্রশ্নপত্র। রাস্তা অবরোধ করে বিক্ষোভে পড়ুয়ারা৷
বাগডোগরা বিমান বন্দরে নামলেন যোগী আদিত্যনাথ, হেলিকপ্টারে পৌঁছবেন গাজোল
Bengal Live কোচবিহারঃ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। জানা গিয়েছে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে পরীক্ষা রয়েছে আজ। অভিযোগ, পরীক্ষা দুপুরে থাকলেও প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে যায়। তারই প্রতিবাদে তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র ছাত্রীরা ।
অবরোধরের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ।ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে অবরুদ্ধ রাজ্য সড়ক। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, তুফানগঞ্জ মহাবিদ্যালয়কেই বারবার বঞ্চনার শিকার হতে হয়। যতক্ষণ না উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাঁদের এই আন্দোলন চলবে।
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই নিজের প্রচারে নামলেন উত্তরবঙ্গের দুই মন্ত্রী
তুফানগঞ্জ কলেজের অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জী বলেন, এ ব্যাপারে তিনি উদ্ধর্তন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন। কীভাবে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, তদন্ত হলে সব স্পষ্ট হয়ে যাবে৷