রাজ্য

কোভিড ১৯ঃ সেফ হোম তৈরির কাজে জোড়

ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে কোভিড ১৯। রোজ লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ফের সেফ হোম তৈরি কাজ শুরু কোচবিহারে।

 

Bengal Live কোচবিহারঃ করোনা পরিস্থিতির মোকাবিলা করতে এবার সেফ হোম তৈরী কাজ শুরু হলো দিনহাটা ২ ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের করলাতে। দিনহাটা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে ৩০ বেডের সেফহোম।

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিন রেকর্ড ভাঙছে মৃত এবং আক্রান্তের সংখ্যাতেও। এই অবস্থায় করোনা সংক্রমণ রুখতে মহকুমা স্তরে শুরু হয়েছে সেফ হোম তৈরির কাজ। এরই মধ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা করতে দিনহাটা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দিনহাটা ২ ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের করলাতে তৈরি হয়েছে সেফহোম।

মোট ৩০ বেডের সেফ হোম তৈরি করা হয়েছে। আজ এই সেফহোমে প্রস্তুতির কাজ ঘুরে দেখেন মহকুমা শাসক হিমাদ্রি সরকার,গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম সহ অন্যান্যরা। দিনহাটা মহকুমার শাসক জানান, করলা এলাকায়  সেফহোম এর পরে মহকুমার অন্যান্য ব্লকেও সেফ হোম তৈরি করা হবে।

Related News

Back to top button