রাজ্য

উদয়নের পর জগদীশ ,ফের বিজেপিকে হুমকি তৃণমূলের

আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে নমিনেশন দিতে না দেওয়ার হুমকি দিলেন জগদীশ বসুনিয়া। বিজেপির দাবি তারাও মোকাবিলার জন্য প্রস্তুত।

 

Bengal Live কোচবিহারঃ  উদয়ন গুহর পর জগদীশ বসুনিয়া। এবার তৃণমূল কংগ্রেসের সভায় আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে নমিনেশন দিতে না দেওয়ার হুমকি দিলেন সিতাই এর তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়া।

কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দিনহাটার তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। তাতে লেখা ছিল, ” ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতা কর্মীদের ভালো করে দেখা শোনা করতে হবে।” তা নিয়ে শুরু হয় বিতর্ক। এরপরই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, উদয়ন গুহ যে ফেসবুক পোস্ট করেছেন তা সরাসরি হুমকি। এরপর যদি তৃণমূল কংগ্রেস বিজেপির ওপর সন্ত্রাস করে তবে তার দায়িত্ব উদয়ন গুহ ও তৃণমূল নেতৃত্বের থাকবে৷

নাশকতা এড়াতে স্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারি ভারত ভুটান সীমান্তে

এরপর আবার শুক্রবার রাতে আদাবাড়িতে অনুষ্ঠিত এক দলীয় সভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়া বিজেপিকে হুমকি দিয়ে বলেন, গত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ছিল। আর এবারের পঞ্চায়েত নির্বাচনে থাকবে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বাহিনী৷ পাশাপাশি জগদীশ বসুনিয়া হুমকি দিয়ে এও বলেন যে, আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দম থাকলে নমিনেশন সাবমিট করে দেখাক। এমনকি বিজেপি সমর্থকদের মেরে পা ভেঙ্গে দেওয়ারও হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক৷

আর এরপরই বিজেপি জেলা সভানেত্রী তথা বিধায়ক মালতী রাভার পাল্টা দাবি, বিজেপিও চুপ করে থাকবে না। তাঁরাও তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷

Related News

Back to top button