পাচার রুখতে শূন্যে গুলি, উদ্ধার গাড়ি বোঝাই সেগুন কাঠ
পাচারকারীদের ধরতে না পেরে শূন্যে গুলি ছুড়ে কাঠ পাচার রুখলো বনদপ্তর। উদ্ধার করা হয়েছে গাড়ি বোঝাই সেগুন কাঠ।
Bengal Live আলিপুরদুয়ারঃ কাঠ পাচার রুখতে শূন্যে গুলি ছুড়ে পাচারকারীদের ধাওয়া করলো বনদপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের এথেলবাড়ি এলাকায়। উদ্ধার করা হয়েছে গাড়ি বোঝাই সেগুন কাঠ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা ।
কেজরিওয়ালের ছবিতে মুখ ঢাকলো রায়গঞ্জ, জোড় প্রচার ‘আপ’-এর
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, দলগাঁওয়ের জঙ্গল থেকে সেগুন কাঠ পাচারের করার সময় একটি পিক-আপ ভ্যানকে ধাওয়া করেন বনকর্মীরা। প্রায় সাত কিলোমিটার পথ ধাওয়া করার পরও ওই গাড়িটিকে রুখতে না পেরে অবশেষে বাধ্য হয়ে ফালাকাটা ব্লকের খগেনহাটের কাছে শূন্যে গুলি ছোড়েন বনদপ্তরের কর্মীরা। গুলির আওয়াজ শুনে শেষ পর্যন্ত গাড়ি ফেলেই পালিয়ে যায় দুই পাচারকারী। এরপর সেখান থেকে গাড়ি বোঝাই সেগুন কাঠ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা।