নদীতে স্নান করতে নেমে মৃত্যু কিশোরের

আত্রেয়ীর জলে ডুবে মৃত্যু হলো একাদশ শ্রেণীর এক ছাত্রের। হোলির মাঝেই রঙহীন বালুরঘাট।
Bengal Live দক্ষিণ দিনাজপুরঃ হোলি খেলার পর নদীতে স্নান করতে গিয়ে বালুরঘাট আত্রেয়ী নদীতে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম প্রসেনজিৎ সাহা (১৫)। বাড়ি সাহেব কাছারি এলাকায়। সোমবার দুপুর দুটো নাগাদ আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই ছাত্র। বিষয়টি নজরে আসতেই তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় বালুরঘাট জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অন্যদিকে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পুলিশ মর্গে পাঠানো হয়। নিছকই দুর্ঘটনায় মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
এই বিষয়ে মৃতের বাবা বিকাশ সাহা বলেন, ‘ আমার ছেলে রং খেলে বাড়িতে আসে, আমরা তাকে নদীতে যেতে বারণ করি। কিন্তু সে আমাদের কথা না শুনে নদীতে যায়। ছেলের বাড়িতে ফিরতে দেরি হওয়ায় আমি ছেলেকে খুঁজতে নদীতে যাই। তখন নদীতে গিয়ে দেখি আমার ছেলে কে দুজন নদী থেকে উঠিয়ে রেখেছে। আমি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।’