আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই
গোপন সূত্রে খবর পেয়ে হানা দিতেই আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার।
আজকের রাশিফল, সোমবার, ৭ ডিসেম্বর
Bengal Live মালদাঃ আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি সেভেন এম এম পিস্তল ও কার্তুজসহ দুটি পাইপগান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের নাম, মানারুল শেখ (২৭) এবং নিয়ামত আলী (৩৪)। ধৃতদের বাড়ি ভুতনি থানার মানিকতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ওই আগ্নেয়াস্ত্রগুলি কাউকে বিক্রি করার জন্য গীতা মোড় এলাকায় এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ তাদের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে।
ধৃতদের সোমবার জেলা আদালত তোলা হবে। কাদের কাছে ওই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার ছক কষেছিল দুষ্কৃতীরা তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।