রাজ্য

সংযুক্ত মোর্চার ক্ষমতায় আসা নিয়ে কটাক্ষ শঙ্করের,পালটা অশোক

শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য ও শঙ্কর ঘোষের বাকযুদ্ধ৷ একদা ছায়াসঙ্গীই এখন অন্যতম প্রতিদ্বন্দ্বী৷ বিধানসভা ভোটের মুখে সরগরম শিলিগুড়ির রাজনীতি।

খাদ্যতালিকা থেকে বাদ দিচ্ছেন আলু? পরিমান বুঝে নির্ভয়ে খান ,কমবে হজম ও ত্বকের সমস্যা

Bengal Live শিলিগুড়িঃ বাম-কংগ্রেস ও আইএসএফ জোটের ক্ষমতায় আসা অমাবস্যায় চাঁদ দেখার সম্ভাবনা থেকেও কম৷ সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এমনই মন্তব্য করলেন একদা অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ। মানুষ পরিষেবা চায়, কাজ চায় তা একমাত্র দিতে পারে বিজেপিই, মন্তব্য করেন শঙ্কর ঘোষ। নতুন বিজেপিতে গিয়েছেন তো, ট্রেনিং-এ আছে। এইসব কথা বলছেন সেই কারণে, বলে পালটা কটাক্ষ অশোক ভট্টাচার্যের।

অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন বাম যুব নেতা শঙ্কর ঘোষ। শিলিগুড়ির মেয়র পারিষদ ছিলেন তিনি। পাশাপাশি প্রশাসক মন্ডলিতেও ছিলেন শঙ্কর ঘোষ। বিগত কয়েকদিন আগেই আচমকা সিপিএম থেকে ইস্তফা দেন তিনি। জল্পনা শুরু হয় তাঁর বিজেপি যোগ নিয়ে। এরই মাঝে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে শিলগুড়িতে পদ্ম পতাকা হাতে তুলে নেন শঙ্কর ঘোষ। সেই থেকেই শুরু হয়েছে দুইজনের বাকযুদ্ধ৷

দিনহাটায় ছয় তৃণমূল নেতাকে শোকজ

বুধবার সকালে ১৫ নম্বর ওয়ার্ডে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন শঙ্কর ঘোষ৷ শঙ্করবাবু বলেন, বিজেপি দলের প্রতিটি নেতা এবং কর্মীদের থেকে যে আন্তরিকতা পেয়েছি তা অভাবনীয়। বিজেপি দলকে এতদিন বাইরে থেকে দেখেছিলাম, এবার বিজেপিতে এসে বুঝেছি দলের ভেতরে কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে কথা বলতে হয়। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দু’শোর বেশি আসনে জয়লাভ করে বাংলার ক্ষমতায় আসবে বলে জানান শঙ্কর ঘোষ।

শঙ্কর ঘোষের দাবি, সাধারণ মানুষ সিপিএম কংগ্রেস এবং আইএসএফ জোটকে মোটেও মেনে নেবে না। এই জোটের ক্ষমতায় আসা টা অনেকটা অমাবস্যায় চাঁদ দেখার সম্ভাবনা থেকেও ক্ষীণ। বহিরাগত প্রার্থী দিয়েছে তৃণমূল। সেই কারণে তার জেতা শিলিগুড়ি আসনে অসম্ভব। আসন্ন বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি আসনই কেবল নয় রাজ্যে ২০০ টিরও বেশি আসন পাবে বিজেপি।অপরদিকে আসন্ন পুরনিগম নির্বাচনেও শিলিগুড়িতে বিজেপি একক ভাবে বোর্ড দখল করবে বলে আশা প্রকাশ করেন শঙ্কর ঘোষ।

একটিও ভোট নয় বিজেপিকে, শহরজুড়ে পড়ল পোস্টার

একদা ছায়াসঙ্গীর এমন মন্তব্যের পালটা শিলিগুড়ির বিদায়ী বিধায়ক তথা শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের বক্তব্য, নতুন বিজেপিতে গিয়েছেন ফলে অনেক কথাই শিখেছেন। উঁনি এখন ট্রেনিং-এ আছেন। বিজেপি পশ্চিমবঙ্গে কোনওদিক ক্ষমতা দখল করতে পারবে না। বিধানসভা ভোটে বিজেপিই বিজেপিকে ধাক্কা দেবে। বিজেপি যতদিন যাবে ততই ক্ষয়িষ্ণু দলে পরিণত হবে। নির্বাচনের পর বিজেপি নিজের অস্তিত্ব নিয়ে ভাবুক।

Related News

Back to top button