রাজ্য

দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, এখন প্রতিদ্বন্দ্বী

রাজনৈতিক সঙ্গী থেকে একই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী। কোচবিহারে কেমন হবে রবীন্দ্রনাথ ঘোষ- মিহির গোস্বামীর ভোটযুদ্ধ? 

Bengal Live কোচবিহারঃ একসময় একদলের হয়ে সাংগঠনিক দায়িত্ব সামলেছেন রবি-মিহির৷ মাঝে সম্পর্কে চির ধরলেও কিছু বছর থেকে সম্পর্ক মধুর ছিল দুজনের। তৃণমূল কংগ্রেসের রাজনীতির শুরু থেকেই জেলায় মুখ ছিলেন মূলত এই দাদা-ভাই। তবে এবারের ভোট যুদ্ধে দুজন দুই মেরুতে। দাদা মিহির গোস্বামী বিজেপি দলে যোগ দিয়েছেন, তৃণমূল কংগ্রেসে রয়ে গিয়েছেন দাপুটে ভাই রবীন্দ্রনাথ ঘোষ। তবে তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপির দাদা ও তৃণমূল কংগ্রেসের ভাই একই কেন্দ্রে প্রতিদ্বন্দী। ফলে জমে উঠেছে কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের ভোটযুদ্ধ।

তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, “ মহাভারতের যুদ্ধে তিনি অর্জুন। দুর্যধনকে হারাবেন তিনি।” আজ মদনমোহন মন্দিরে পুজো দিয়ে ও নতুন মসজিদে শ্রদ্ধা জানিয়ে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেন রবিবাবু। দলের কর্মীরা খেলা হবে স্লোগানে মেতে ওঠেন। এদিকে রবীন্দ্রনাথ বাবু মদনমোহন মন্দির থেকে বেড়িয়ে যেতেই কিছুক্ষণের মধ্যেই দলীয় কর্মীদের নিয়ে মন্দিরে যান বিজেপি প্রার্থী মিহির গোস্বামী। মিহিরবাবু গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। কোচবিহার দক্ষিণ আসনের বিধায়ক নভেম্বর মাসে যোগ দেন বিজেপিতে। এবারের নির্বাচনে বিজেপি রবীন্দ্রনাথ বাবুর নাটাবাড়ি কেন্দ্রতে প্রার্থী করেছে মিহির বাবুকে।

মিহির গোস্বামী বলেন, “ তৃণমূল কংগ্রেসে থাকার সময় নাটাবাড়ি কেন্দ্রের অনেক এলাকায় যেতে পারেন নি দলের বিবাদে। এবারে তৃণমূল কংগ্রেস বুঝবে নাটাবাড়ির মানুষ তাঁকে কতটা পছন্দ করেন ও ভালোবাসেন।” বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে ভোটের লড়াই তাতে কোচবিহারে রবি মিহিরের দ্বন্দ্বই অন্যতম আকর্ষণ। ছয়বার বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ার অভিজ্ঞতা আছে রবীন্দ্রনাথ বাবুর। অন্যদিকে ২২ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দল বদলের পর গেরুয়া শিবিরের প্রার্থী মিহির গোস্বামী জয়ী হতে মরিয়া।

যদিও সংযুক্ত মোর্চার নাটাবাড়ির কেন্দ্রের প্রার্থী আকীক হাসানের কটাক্ষ, “ তৃণমূল কংগ্রেস বা বিজেপি নয় মানুষ বিকল্প চাইছে।”

Related News

Back to top button