রায়গঞ্জ

রায়গঞ্জে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, আক্রান্ত এক ব্যাঙ্ক কর্মী

লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রায়গঞ্জ শহরে এই প্রথম এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ।

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জে এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটল। রায়গঞ্জ শহরে এই প্রথম কোনও করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হল। জানা গেছে মৃত ওই ব্যক্তি রায়গঞ্জ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মৃত ব্যক্তির বয়স ৭৫। জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। শুক্রবার ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। আইসিএমআর-এর গাইড লাইন মেনে মৃত ব্যক্তির দেহ সৎকার করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ সংক্রমণ রোধে টোটো, অটো, রিক্সা স্যানিটাইজিং ক্যাম্পের আয়োজন পুরসভার

এদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রায়গঞ্জ সদর ব্রাঞ্চের এক পদস্থ আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। আক্রান্তের বাড়ি শিলিগুড়িতে। জানা গেছে, গত সোমবার তিনি রায়গঞ্জ থেকে শিলিগুড়িতে গিয়েছিলেন। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হয়। এদিন ওই ব্যক্তি রিপোর্ট হাতে পান।লালারসের রিপোর্ট হাতে আসার পর এসবিআই-এর রায়গঞ্জ শাখার কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্তের সংখ্যা ৫০০-র গন্ডি ছাড়াল উত্তর দিনাজপুরে

Related News

Back to top button