মঙ্গলবার উত্তরবঙ্গে আসছেন যোগী, বাড়ি বাড়ি আমন্ত্রণ জানালেন সায়ন্তন
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর সভাতে তৃণমূল কংগ্রেসের বহু নেতা – নেত্রী যোগ দেবেন বিজেপিতে। সোমবার এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
Bengal Live মালদাঃ তৃণমূল বলে কেউ থাকবে না। যোগী আদিত্যনাথের সভায় চমক দেখতে পাবেন জেলাবাসী। বললেন সায়ন্তন বসু। ২১-এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে কয়েকদিন আগে। সোমবার সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির নির্বাচনী প্রচারে নামলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
মঙ্গলবার মালদা জেলার গাজোলে দলীয় সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে মালদা শহরের রবীন্দ্র এভেনিউ এলাকার এক হোটেলে সাংবাদিক সম্মেলন করে যোগী আদিত্যনাথের সারা দিনের কর্মসূচি বিস্তারিত জানালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তারপর সাংবাদিক সম্মেলন শেষে ইংরেজবাজার পৌরসভার ১৭ নং ওয়ার্ডের মহেশমাটি এলাকায় যোগী আদিত্যনাথের সভায় উপস্থিত থাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানান তিনি।
সায়ন্তন বসু জানান, আগামী দিনে মালদা জেলায় তৃণমূল বলে কিছু থাকবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভায় তৃণমূল ছেড়ে অনেকে যোগ দেবেন বিজেপিতে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন বিজেপি সর্বভারতীয় দল। তাদের প্রার্থী তালিকা তৈরি হয় বিধানসভা, লোকসভা এবং কেন্দ্রের নির্দেশে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করবে।