বিনোদন

গোল্ডেন গ্লোব পেল জোকার

গোল্ডেন গ্লোব আমেরিকার সর্বোচ্চ ফিল্ম ও টেলিভিশন অ্যাওয়ার্ড। ১৯৪৪ সালের ১০ই জানুয়ারি থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।

Bengal Live ওয়েব ডেস্কঃ হ‍্যাঁ ঠিক‌ই পড়েছেন , যার ছবি সারা সোশাল মিডায়ায় ছেয়ে গেছে ভাইরাল ফিবারের মতোন, যার ফটো ডিপিতে জায়গা করে নিয়েছে অনেকের প্রোফাইলে সেই জোকারের কথাই বলা হচ্ছে। গোটা বিশ্ব তোলপাড় করে দিয়েছে যার অভিনয় সেই জোকারের ভূমিকায় অভিনয় করা অভিনেতা জোয়াকিম ফোনিক্স ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেলেন।

গোল্ডেন গ্লোব আমেরিকার সর্বোচ্চ ফিল্ম ও টেলিভিশন অ্যাওয়ার্ড। ১৯৪৪ সালের ১০ই জানুয়ারি থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। এর আগে ২০১৯ -এ এই শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কারটি পান র‍্যামি মালিক , তার বোহেমিয়ার র‍্যাপসোডি সিনেমায় অভিনয়ের জন‍্য। আগের বার এই ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ শ্রেষ্ঠ সিনেমার অ্যাওয়ার্ড‌ও পায়।

Back to top button