ইসলামপুর

রাতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ যুবক উত্তর দিনাজপুরে

রাতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ যুবক উত্তর দিনাজপুরে

Bengal Live রায়গঞ্জঃ রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকায়। জখম যুবককে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গ ও দেহদানে অঙ্গীকারবদ্ধদের সংখ্যা বাড়ছে রায়গঞ্জে

জানা গেছে, দুই বন্ধুকে সাথে নিয়ে সাইকেল খেলা দেখতে গিয়েছিলেন পারভেজ আলম। বিপ্রীত থেকে বৃহস্পতিবার রাতে মোটর বাইক করে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় দুষ্কৃতীদের কবলে পড়েন পারভেজ ও তার দুই বন্ধু। অভিযোগ, দুষ্কৃতীরা মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করে। প্রতিরোধ করার চেষ্টা করলে দুষ্কৃতীরা গুলি চালায়। তাদের ছোড়া গুলিতে জখম হন পারভেজ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

Related News

Back to top button