ভারতের ৪৮ তম প্রধান বিচারপতি নুথলাপতি ভেঙ্কট রামানা

ভারতের ৪৮ তম প্রধান বিচারপতি পদে শারোদ অরবিন্দ বোবদের স্থলাভিষিক্ত হতে চলেছেন বিচারপতি নুথলাপতি ভেঙ্কট রামানা।
Bengal Live ডেস্কঃ সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করলেন বর্তমান প্রধান বিচারপতি শারোদ অরবিন্দ বোবদে। ২৩ এপ্রিল অবসর নেবেন দেশের বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবদে। সেইমতো প্রধান বিচারপতিকে তাঁর উত্তরসূরীর নাম প্রকাশ করতে বলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। নিয়মানুযায়ী নতুন বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতির নাম সুপারিশ করেন বর্তমান প্রধান বিচারপতি।
অধিকাংশ সময় একনাগাড়ে ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করার প্রবণতা অজান্তেই বাড়াচ্ছে স্বাস্থ্যের ঝুঁকি!
১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্ররাজ্যের কৃষ্ণা জেলার পোন্নাভারমে জন্মগ্রহণ করেন বিচারপতি নুথলা। আচার্য নাগার্জুনা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এলএলবি ডিগ্রি লাভের পর অন্ধ্রপ্রদেশের একটি জার্নালে সাংবাদিক হিসেবে পেশাজীবন শুরু করেন। এর পর ১৯৮৩ সালের ১০ ফেব্রুয়ারী আঙিনায় কর্মজীবন শুরু করেন বিচারপতি রামানা। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আড়াই মাসের মতো অ্যাকটিং চিফ জাজ হিসেবে দায়িত্বও পালন করেছেন তিনি। অন্ধ্রপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, দিল্লী হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মতো দেশের উচ্চ পর্যায়ের বিচারালয়ে বিচারপতির দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও দেওয়ানী, ফৌজদারী ও নির্বাচন সংক্রান্ত কাজেরও অভিজ্ঞতা আছে তাঁর।
কোন দেশ সহজেই দেবে নাগরিকত্বের অনুমোদন? জানুন বিশদে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন নুথলা। প্রধানমন্ত্রীর ক্যাবিনেট বেঞ্চের পরামর্শ মতো ২৪ এপ্রিল বিচারপতি নুথলাপতি ভেঙ্কট রামানাকে ভারতের প্রধান বিচারপতি পদে নিযুক্ত করবেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২০২২ সালের ২৬ অগাস্ট পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি।