জাতীয়

যুব মোর্চার গুরুত্বপূর্ণ পদে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত

মন্ত্রীসভা রদবদলের আগে থেকেই দার্জিলিঙের সাংসদকে মন্ত্রীত্ব দেওয়ার দাবি তোলা হচ্ছিল। সেই দাবি মান্যতা না পেলেও এবার সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রাজু বিস্ত।

 

Bengal Live ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার রদবদলের আগে গুঞ্জন ছিল, মন্ত্রীসভায় এবার জায়গা করে নিতে পারেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয় নি। রাজ্য থেকে চার জন কেন্দ্রীয় মন্ত্রী সভায় স্থান পেলেও রাজু বিস্তকে মন্ত্রী করেনি দল। তবে সংগঠনে পদন্নোতি হল বিস্তের। যুব মোর্চার সর্বভারতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে বসানো হলো দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তকে।

দার্জিলিঙ সফরে বাধ্যতামূলক কোভিড নেগেটিভ সার্টিফিকেট

২০২১ বিধানসভা নির্বাচনে পাহাড়ে ভালো ফল করেছে বিজেপি। মনে করা হচ্ছে, সেই ফলের নিরিখেই দলে সাংগঠনিক গুরুত্ব বাড়ানো হয়েছে রাজু বিস্তের। জানা গেছে, বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে রাজু বিস্তকে। প্রসঙ্গত, সর্বভারতীয় বিজেপির মুখপাত্রের দায়িত্ব আগেই দেওয়া হয়েছিল সাংসদকে। এবার আরও গুরুত্বপূর্ণ পদে বসানো হলো তাঁকে। বুধবার যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ট্যুইট করে বিষয়টি জানিয়েছেন।

Related News

Back to top button