বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, উদ্ধার সদ্যজাতের দেহ,রায়গঞ্জে কংগ্রেসের ডেপুটেশন, চটজলদি আরও খবর
উত্তর দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৪। রায়গঞ্জে উদ্ধার সদ্যজাতের মৃতদেহ। একাধিক দাবিতে কংগ্রেসের ডেপুটেশন সহ একগুচ্ছ খবর নজরে জেলায়।
Bengal Live রায়গঞ্জঃ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল উত্তর দিনাজপুর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৪। এরমধ্যে ১৯৭ জন করোনা আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছে। এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৭।
Bengal Live রায়গঞ্জঃ সদ্যজাত শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের বামনগ্রামে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ বামনগ্রামের ভুট্টার জমিতে এই শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ রাতের অন্ধকারে কে বা কারা ওই শিশুকে ওই এলাকায় ফেলে গিয়েছে তা জানা নেই কারোর। এদিন শিশুর দেহ দেখতে পেয়েই রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা৷ পুলিশ পৌঁছে ওই শিশুর দেহ উদ্ধার করে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Bengal Live রায়গঞ্জঃ একাধিক দাবি নিয়ে রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট স্মারকলিপি জমা দিল রায়গঞ্জ ব্লক কংগ্রেস। লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়া ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের জবকার্ড প্রদান, ২০০ দিনের কাজ ব্যবস্থা করা, আমফানে ক্ষতিগ্রস্ত ভুট্টা ও ধানচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নিকট। এদিনের আন্দোলনে রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকৎ আলি, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী নার্গিস খাতুন, জেলা কংগ্রেস সম্পাদক পবিত্র চন্দ,রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি সৌভিক রায় সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
Bengal Live কালিয়াগঞ্জঃ বৃহস্পতিবার রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্গত সিজগ্রাম , কাচিমোহা , তাহেরপুর কোয়ারেন্টাইন সেন্টারে দিল্লি , গুজরাট , মুম্বাই থেকে অাগত পরিযায়ী শ্রমিকদের রান্না করা খাবার বিতরণ করল উত্তর দিনাজপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন দুপুরে ভাত,ডাল,সব্জী,ডিম ও পাপড় খাওয়ানো হয় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন দেব সিংহ , জেলা পরিষদ মেন্টর
অসিম ঘোষ , সার্কেল সভাপতি অভিষেক দাস , জেলা নেতৃত্ব লিয়াকত অালি , অানোয়ার অালি , শুভজিৎ সাহা , মানিক রায় , প্রসেনজিৎ রায় , বিশ্বজিৎ দাস , গনেশ দেবশর্মা সহ অন্যান্যরা৷
Bengal Live ইসলামপুরঃ পথ দুর্ঘটনায় মৃত এক, জখম এক। বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর থানার মাটিকুন্ডা বাজার এলাকার ঘটনা। দুর্ঘটনায় মৃত মহিলার নাম রোশনা খাতুন(৪০) ।বাড়ি স্থানীয় জগতাগাঁও এলাকার পাচি গ্রামে।ঘটনায় জখম হয়েছেন মৃতার স্বামী। তাঁকে গুরুতর অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।