করোনাকে জয় করে ঘরে ফিরলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক সুদেব সাহা
প্রায় দুই সপ্তাহ লড়াই চালানোর পর অবশেষে করোনাকে পরাজিত করে ঘরে ফিরলেন চিকিৎসক সুদেব সাহা৷
Bengal Live রায়গঞ্জঃ করোনাকে পরাজিত করে বাড়ি ফিরলেন বিশিষ্ট চিকিৎসক সুদেব সাহা। রবিবার শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোম থেকে তাঁকে পুরোপুরি সুস্থ ঘোষণা করা হয়েছে। এদিনই তিনি রায়গঞ্জে ফিরছেন বলে জানা গেছে। শহরের অন্যতম সেরা চিকিৎসক সুদেব সাহার সুস্থতার খবরে খুশির হাওয়া রায়গঞ্জ জুড়ে।
বিনয় মজুমদার নিজের জীবনকেই করেছেন কবিতার বিষয় — নৃপেন্দ্রনাথ মহন্ত
গত ১৭ নভেম্বর চিকিৎসকের শরীরে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপরেই তাঁকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। সেখানে পরিস্থিতি একটু খারাপের দিকে গেলে অন্য একটি কোভিড হাসপাতালে সুদেব সাহাকে স্থানান্তর কর হয়৷ সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি৷ এরপর শুক্রবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। অন্যান্য উপসর্গ গুলোও আর দেখা যায় নি বলে জানা গেছে।
আজকের রাশিফল, রবিবার, ২৯ নভেম্বর
সূত্রের খবর, জ্বর, শ্বাসকষ্ট, শরীর দুর্বলতার মতন করোনার উপসর্গ গুলো দেখা দিয়েছিল চিকিৎসকের দেহে। তবে এখন শরীরে অক্সিজেনের পরিমাণ সঠিক রয়েছে। বাড়ি ফেরার পর আপাতত সরকারি নিয়ম মেনে আইসোলেশনেই থাকার কথা চিকিৎসকের। এরপরেই ফের রোগী দেখা শুরু করবেন তিনি বলে জানা গেছে।