রাজ্য

করোনা আক্রান্ত রোগীকে সাহায্য করে হয়রানির শিকার সাত যুবক!

অভিযোগ, ওই সাত যুবকের বাড়ি থেকে খাবার পৌঁছতে গেলে বাধা দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেন স্থানীয় বিধায়ক।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ করোনা আক্রান্ত রোগীর পরিবারকে সাহায্য করে হয়রানির শিকার পঞ্চায়েত সদস্য সহ সাত যুবক। বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় পাড়ার ক্লাব ঘরে ।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জংশন এলাকার জিতপুরে। খবর পেয়ে এলাকায় পৌঁছেছেন স্থানীয় বিধায়ক। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি।

জানা গেছে, সোমবার রাতে স্থানীয় এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর মেয়ের অনুরোধে অসুস্থ ব্যক্তিকে হাসপাতলে নিয়ে যান স্থানীয় সাত যুবক। তাঁদের মধ্যে একজন পঞ্চায়েত প্রতিনিধিও ছিলেন । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই অসুস্থ ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ আসে।এরপর এদিন সকালে ওই ব্যক্তি কোভিড হাসপাতালেই মারা যান ।এই খবর জানাজানি হতেই ওই যুবকেরা কার্যত সামাজিক বয়কটের মুখে পড়েন বলে অভিযোগ ওঠে। বাধ্য হয়ে স্থানীয় ক্লাব ঘরে ঠাঁই নেন তাঁরা। বাড়ি থেকে খাবারও পৌঁছতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

এই ঘটনার কথা জানতে পেরেই মঙ্গলবার আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি যুবকদের সমস্যার কথাও শোনেন তিনি। খাবারের বন্দবস্ত করেন বিধায়ক।

তিনি বলেন, স্থানীয় এক বাসিন্দাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল কয়েকজন যুবক। এরপর ওই ব্যক্তি কোভিড পজিটিভ হয়ে মারা যান। ক্লাব ঘরেই ছিলেন ওই যুবকেরা। সামাজিক ভাবে চাপ আসছিল। তাই খবর পেয়ে এসেছি। ওদের পাশে থাকার বার্তা দিয়েছি। স্থানীয় মানুষের সাথে কথা বলে সমস্যা মেটানো হয়েছে।

Related News

Back to top button