রায়গঞ্জ

গেরুয়া শিবিরে ভাঙন, হাথরসের ক্ষোভে উত্তর দিনাজপুরে দল ছাড়লেন বিজেপি নেতা

বিজেপি ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ তুলে দল ছাড়লেন কালিয়াগঞ্জের বিজেপি নেতা। শোরগোল জেলার রাজনৈতিক মহলে।

বিছানা থেকে নামতেই চোখে অন্ধকার, মাথায় চক্কর, কী করবেন ?

Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা বিজেপিতে ভাঙন। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার অভিযোগ তুলে দল ছাড়লেন কালিয়াগঞ্জের বিজেপি নেতা তথা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপক রায়। শনিবার বিজেপি সদস্যপদ ত্যাগ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। বিজেপি নেতার বক্তব্য, উত্তর প্রদেশের ঘটনাকে যেভাবে বিজেপি পরিচালিত সরকার ধামাচাপা দিতে চাইছে তা কোনও ভাবেই মানা যায় না।

হার্ট অ্যাটাক ! কী করে বুঝবেন আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে ?

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে থেকেই বিজেপির জেলা নেতৃত্বের সাথে দূরত্ব তৈরি হতে শুরু করেছিল রূপক রায়ের। উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে নির্বাচনী টিকিট পাওয়ার অভিযোগও তুলেছিলেন রূপক রায়। এরপর দল তাঁকে শোকজ করে। শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করলেন রূপক রায়। তাঁর বক্তব্য, যোগীর রাজ্যে এক কিশোরীকে ধর্ষণ করে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা কোনও ভাবেই মানা যায় না।

আদা-রসুন-হলুদঃ করোনা কেন, হরেক রোগেরই যম, শুধু ব্যবহার জানতে হয়

এছাড়া উত্তর দিনাজপুর জেলা বিজেপির ধর্মীয় বিভাজনের কার্যকলাপ না মানতে পেরে আমি দলের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। রাজবংশী সমাজের প্রতি বৈমাত্রেয় সুলভ আচরণ করার অভিযোগও তোলেন বিদায়ী বিজেপি নেতা রূপক রায়। যদিও বিজেপি ছাড়ার পর অন্য কোনও দলে যোগ দেবেন কিনা তিনি তা নিয়ে এদিন কিছু বলতে চাননি রূপক রায়। তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাব।

Related News

Back to top button