করণদিঘিতে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান

এদিন সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের রোডশো ঘিরে উত্তেজনার ছবি ধরা পরলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরে।
Bengal Live ডালখোলাঃ করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পা্লের সমর্থনে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। এদিন সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের রোডশো ঘিরে উত্তেজনার ছবি ধরা পরলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরে।
বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য উত্তর দিনাজপুরে
সোমবার দুপুরে ডালখোলায় করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের সমর্থনে রোডশো করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান । এদিন ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে শুরু হয় এই রোডশো। এরপর ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে রোডশো ডালখোলার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। রোডশোতে তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী সমর্থকদের ভীড় ও শুভেচ্ছায় ভাসলেন সাংসদ নায়িকা নুসরত জাহান সহ করনদিঘি বিধানসভার প্রার্থী গৌতম পাল। তাদের দেখতে অগুনতি মানুষের ভীড় উপচে পরে ডালখোলার রাস্তায়। এদিন প্রচারে রাস্তার দুপাশে থাকা সাধারণ মানুষকে অভিনন্দন জানান অভিনেত্রী।